আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে সেনাবাহিনীর ওপর ইইউ’র নিষেধাজ্ঞার ঘোষণা

মিয়ানমারের সেনাবাহিনীর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে।

জোসেপ বোরেল্লে বলেন, গেল এক ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ। এটি কার্যকর হবে আগামী কয়েকদিনের মধ্যে।

এবারের নিষেধাজ্ঞায় এই ইউরোপীয় জোট, জান্তা কর্মকর্তা এবং সেনা পরিচালিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করবে। অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের ২১ সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। সংঘাতপূর্ণ দেশটি থেকে বিনিয়োগ-ব্যবসা গুটিয়ে নিয়েছে অনেক ইউরোপীয় প্রতিষ্ঠান।

মিয়ানমারে এখন পর্যন্ত সেনা সহিংসতায় নিহত হয়েছে সাড়ে ৮শ’ জনের কাছাকাছি। ক্ষমতাসীনদের হাতে আটক রয়েছে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। পুরো দেশে রাজনীতিবিদসহ আটক রয়েছে দুই হাজারের বেশি বিক্ষোভকারী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন