আর্কাইভ থেকে বাংলাদেশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাজেট ঘোষণার আগেই বেড়েছে

বাজেট ঘোষণার আগেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরদিন আজ শুক্রবার (৪ জুন) রাজধানীর নিত্যপ্রয়োজনীয় বাজারগুলোর বিক্রেতারা এমনটাই জানিয়েছেন।

কাওরান বাজারের ব্যবসায়ীরা জানান, বাজেটের কয়েকদিন আগে থেকেই চাল, ভোজ্য তেল, পেয়াজ, মশুরডালসহ অনেক পন্যেরই দাম বেড়েছে। তেলের দাম লিটার প্রতি ১০-১২ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫৩-১৫৫ টাকা করে। মিনিকেট চাল ৬০ টাকা, আটাশ চাল ৫০ টাকা, নাজিরশাইল ৬৫ টাকা দামে বিক্রি হচ্ছে। যেগুলো কয়েকদিন আগেও কেজিপ্রতি ৫ টাকা কমে বিক্রি হতো।

এছাড়া পেঁয়াজের ভরা মৌসুমেও পণ্যটির দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ঈদের আগে ৪০ টাকা দামের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দামে।

এদিকে, বাজেটে আমদানীকৃত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাবনা দেয়া হলেও এর আগে থেকেই এসব পণ্য দাম বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন