ট্রেনে ছিনতাই চক্রের ৬ সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হলো- রাসেল (৩৪), রায়হান (২৫), হেলাল (২৭), কবির (২৬) ও আরিফ (৪০) আটককৃতরা সবাই আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার আটকের বিষয় নিশ্চিত করেন।
আদালতের নির্দেশে ছিনতাইকারীদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-ঢাকা চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনে ছিনতাইকারী চক্রের সক্রিয় তিন সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার ছুরি, টর্চ লাইট ও ইয়াবা জব্দ করেছে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, আটককৃতরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।