টি-টোয়েন্টি বিশ্বকাপ: লঙ্কানদের জয়ে বাদ পরলো আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘১’ এর ‘ডু অর ডাই’ ম্যাচে ব্রিসবেনের গ্যাবায় মাঠে নেমেছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে হলে এই ম্যাচে দুই দলের জয়ই আবশ্যক ছিল। কিন্তু একটি ম্যাচে জয়ী দলের নামে কেবল একপক্ষই হতে পারে। ব্রিসবেনে জয়ী দলের নাম শ্রীলঙ্কা।
মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেনে টসে জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে এশিয়ান সিংহরা। আর তাতে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকলো দাসুন শানাকার দল।
অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল রশিদ খান-মোহাম্মদ নবির আফগানিস্তান। ৪ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৪। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ১টি মাত্র জয়ে ২ পয়েন্ট আফগানিস্তান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধনঞ্জয়া ডি সিলভা। পুরো ম্যাচের মধ্যে একমাত্র এই লঙ্কান ব্যাটসম্যানই ফিফটি হাঁকাতে পেরেছেন।