ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে চাই: সাকিব
ক্রিকেটে ভারত-বাংলাদেশ লড়াই মানেই এখন মহারণ, এক অন্যরকম উত্তেজনা। শক্তিমত্তায় বেশ পার্থক্য থাকলেও এ দুই দলের মধ্যে গত কয়েক বছরে বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তাই এখন দুই দলকে মুখোমুখি হতে দেখলেই অন্যরকম রোমাঞ্চ কাজ করে সবার মধ্যে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অ্যাডিলেড ওভালে সুপার টুয়েলভের ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। উত্তেজনাময় এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই হবে নিয়ে সাকিব বেশ আশাবাদী। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। দর্শককে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারাটাই এখন সাকিব বাহিনীর লক্ষ্য।
অকপটে টাইগার দলপতি স্বীকারও করেছেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা অত সহজ হবে না। ভারত একটি জনপ্রিয় ক্রিকেট দল। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আর তাই ভারতের বিপক্ষে বাংলাদেশে জিতে গেলে ঘটে যাবে একটা অঘটন। সাকিব বাহিনী তাদের সেরা খেলাটা খেলে সেই অঘটনটাই ঘটাতে চান।
প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনাতেই মন দিতে চান সাকিব। তার ভাষায়, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’