নানা অপরাধে চার পুলিশ কর্মকর্তাকে শাস্তি
একজন আওয়ামী লীগ নেতাকে বেআইনিভাবে আটক করেছেন। অন্যজন জুয়া থেকে অর্থ আদায় করেছেন। আবার এক কর্মকর্তা সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করেছেন। সেই সঙ্গে যৌতুকের দাবিতে নিজ স্ত্রীকে নির্যাতন ও মারধার, মদ্যপান করা এমন নানা অপরাধে পুলিশের অতিরিক্ত এক ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে (এসপি) দণ্ড দিয়েছেন সরকার।
অপরাধ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরির বিধি অনুযায়ী এ দণ্ড দেয়া হয় তাদের। দণ্ড হিসেবে তিন পুলিশ কর্মকর্তাকে তিরস্কার এবং এক কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে।
দণ্ডপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরে (সাময়িক বরখাস্ত) সংযুক্ত অতিরিক্ত ডিআইজি (এর আগে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী মো. ফজলুল করিম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (যশোরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) মো. সালাউদ্দিন শিকদার।