অঘটন ঘটাতে চাই: সাকিব
ভারত বিশ্বকাপ জিততেই খেলতে এসেছে, বাংলাদেশ নয়। তবুও বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয় সেটি হবে অঘটন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অ্যাডিলেড ওভালে সুপার টুয়েলভের ম্যাচে আজ (২ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। উত্তেজনাময় এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
প্রাক-ম্যাচ কথোপকথনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেন, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রতিপক্ষের ওপর ফোকাস না করে শুধু নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে খেলাটাই মূল লক্ষ। এই বিশ্বকাপে নিজেদের স্ট্রাইকরেট নিয়ে সাকিব বাহিনী চিন্তিত নন।
তিনি যোগ করেন, ভারত ও পাকিস্তানকে হারাতে পারলে সেটি হবে অঘটন। ভালো খেললে না জেতার কোনো কারণই নেই। এই বিশ্বকাপেই আয়ারল্যান্ড হারিয়েছে ইংল্যান্ডকে, পাকিস্তানকে জিম্বাবুয়ে।
আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘আমার মনে হয় মাঠভর্তি দর্শক হবে। ভারত যেখানেই খেলে ভালো সমর্থন পায়। মনে হয় ভালো একটা ম্যাচ হবে। এই ম্যাচে ভারত ফেভারিট। ওরা এখানে এসেছে বিশ্বকাপ জিততে। আমরা বিশ্বকাপ জিততে আসিনি। চেষ্টা করব ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর জন্য।’