সুখবর দিলেন বুবলী
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুধু সিনেমাপাড়া নয় তিনি সমান তালে নিয়মিত কাজ করছেন টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মেও। এমনকি প্রথমবারের মতো উপস্থাপনাও করেছেন। এর ধারাবাহিকতায় নতুন একটি সিনেমার শুটিং শুরু করলেন তিনি।
বুধবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। ইতোমধ্যে সিলেটে সংলাপের দৃশ্যধারনের মাধ্যমে সিনেমার শুটিং হয়েছে।
সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে কাজ শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণ। ছবিতে চারটি গান আছে। একটির শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান এবং ছবির দৃশ্য সিলেটে করবেন বলে জানা গেছে।
সিনেমাতে বুবলির বিপরীতে অভিনয় করবেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন বিরতি পর বুবলির নায়ক হয়ে আবারও পর্দায় আসছেন এই অভিনেতা।