আর্কাইভ থেকে ক্রিকেট

আবারও সাকিবের বিশ্বরেকর্ড

আবারও সাকিবের বিশ্বরেকর্ড। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির স্থান অর্জণ করেছিলেন কিউই পেসার টিম সাউদি। আজ অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লেখালেন সাকিব।

১২৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদি বনে গিয়েছিলেন সর্বোচ্চ উইকেটের মালিক। সাকিবের উইকেট সংখ্যা ছিল ১২৫। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান।

মারমুখী ভঙ্গিতে খেলতে থাকা কেএল রাহুলকে ফিরিয়েছেন সাকিব। অর্ধশত করার পরপরই রাহুল সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদবকে আউট করে সাকিব নিজের আগের রেকর্ডের সঙ্গী হন। আজকের ম্যাচে দুই উইকেট সংগ্রহ করায় সাকিবের অর্জণও ১২৭ উইকেট।

সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা রশিদ খান। এর পরের অবস্থানে সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নেন সাউদি, সাকিব আজ আবারও ভাগ বসিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন