ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু
ইতালিতে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে করোনাভাইরাসের টিকা উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। করোনাভাইরাস মহামারিতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি।
গত সপ্তাহে ইউরোপীয় ওষুধ সংস্থা ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয়ার পর এ সিদ্ধান্ত নিল ইতালি।
ইতালির নাপেলসের মেয়র লুইগি দ্য ম্যাজিসত্রিস বলেছেন, ‘এটি একটি সুন্দর দিন। যারা এখনও মহামারিতে ভুগছে ও কাজকর্ম আবার চালু করছে এটি উভয়ের জন্যই একটি অসাধারণ সংকেত।
আমলাতান্ত্রিক জটিলতা ও সরবরাহের ঘাটতির কারণে শুরু দিকে ইতালির ভ্যাকসিন কার্যক্রম বেশ ধীর গতিতেই চলছিল। তবে এখন দেশটিতে পুরোদমে চলছে ভ্যাকসিন কার্যক্রম।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেয়া হয়েছে।
এস