রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৮৫ শতাংশ
গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশে রপ্তানি আয় ৭ দশমিক ৮৫ শতাংশ কমেছে।
আজ বুধবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রেএই তথ্য জানা গেছে ।
ইপিবির সূত্র জানিয়েছে, চলতি বছরেরে অক্টোবরে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেছে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য। যা গত বছরের অক্টোবরে ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা ১৫২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে সরকারের লক্ষ্যমাত্রার থেকেও আয় কমেছে ১২ দশমিক ৮৭ শতাংশ। এ মাসে রপ্তানি আয় খাতে লক্ষ্যমাত্রা ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। সেখানে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। অর্থাৎ, ৬৪ কোটি ৩৩ লাখ ৮ হাজার ডলার কম হয়েছে।
এ দিকে ২০২১-২২ অর্থবছরে ৫ হাজার ২০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮০০ কোটি ডলার। তার মধ্যে প্রথম চার মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪২ কোটি ডলার। আয় হয়েছে তার চেয়ে ৩ দশমিক ২৫ শতাংশ কম।