আর্কাইভ থেকে বলিউড

বলিউড বাদশাহর জন্মদিনে মধ্যরাতে ভক্তরা

৫৭-এ পা দিলেন বলিউডের বাদশাহ। সন্ধ্যা নামার পর থেকেই মন্নতের সামনে বাড়তে থাকে শাহরুখ অনুরাগীদের ভিড়। প্রতি বারের মতো এ বারও মধ্যরাতে মন্নতের বারান্দা থেকে হাত নাড়েন ভক্তদের উদ্দেশে, সঙ্গী ছেলে আব্রাম।

২ নভেম্বর তো বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। সাগরপারে নায়কের বাড়ি ‘মন্নত’। বাড়ির সামনে থিকথিক করছে ভিড়। ‘বার্থডে বয়’কে এক ঝলক চোখে দেখার অপেক্ষায় অসংখ্য চোখ রাত জাগতে প্রস্তুত।

চেনা ভঙ্গিতে মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারন্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। সঙ্গে ছিল আব্রাম খান, নায়কের ছোট ছেলে। নায়ককে দেখে অনুরাগীদের উত্তেজনার পারদ তখন ক্রমশ উর্ধ্বমুখী। হাত নাড়া, চিৎকার বুঝিয়ে দিচ্ছিল সেই কথাই।

কিং খানের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই অনুরাগীদের উন্মাদনা কম থাকে না। কিন্তু গত বছর প্রমোদতরীতে মাদককাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোয় নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন নায়ক। দেখা দেননি ভক্তদের। চলে দিয়েছিলেন আলিবাগের নিজের বাংলোয়। সেখানেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন নিজের বিশেষ দিনটা। তবে ২০২২ সালের এই দিনটা অনেকটাই আলাদা। এখন ছেলেমেয়েদের পাশাপাশি নিজেকে আরও এক বার গুছিয়ে নিয়েছেন নায়ক। সেই ঝলকই দেখা গেল কিং খানের চোখেমুখে।

নভেম্বর মাস মানেই মন্নতে হইহই কাণ্ড। একে তো শাহরুখের জন্মদিন, তার পর ১৩ নভেম্বর রয়েছে ছেলে আরিয়ানের জন্মদিন। এ ছাড়াও দীপাবলিও বেশ এলাহি ভাবে উদ্‌যাপন করা হয় মন্নতে। কিন্তু তাল কাটল এ বছর। এ বার কোনও অনুষ্ঠানেই খুব বেশি আয়োজন করতে নারাজ খান পরিবার।

১৯৮৯ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। তার পর চার দশক কেটে গিয়েছে কিং অফ রোম্যান্সের ট্যাগ জুড়েছে তাঁর নামের সঙ্গে। তবে বয়স বেড়েছে। রোম্যান্স ছেড়ে পুরোদমে অ্যাকশনে ফিরেছেন শাহরুখ। সামনেই একগুচ্ছ ছবি মুক্তি রয়েছে তাঁর যার মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত হল ‘পাঠান’। এ ছাড়াও ২০২৩ মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো ছবিগুলি।

 

View this post on Instagram
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এ সম্পর্কিত আরও পড়ুন