এক কূপই দৈনিক মিলবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস
ভোলার শাহবাজপুরের টবগী-১ অনুসন্ধান কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট পাওয়া যাবে। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, শাহবাজপুরে ইলিশা-১ ও ভোলা নর্থ-২ নামের দুটি কূপ জুনের মধ্যে খনন শুরু হবে। এ দুই কূপ থেকে ৫ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস মিলবে দেড় থেকে দুই বছরের মধ্যে। তিন থেকে চার বছরের মধ্যে এগুলো থেকে ৭০ থেকে ৮০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
গত ১৯ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন এ গ্যাসক্ষেত্রে কূপ খননের উদ্বোধন করেন।