চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো দল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে গ্রুপপর্বের লড়াই শেষ হয়েছে। লড়াই শেষে প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
আগামী সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিওনে অবস্থিত উয়েফার সদরদপ্তরে শেষ ষোলোতে ওঠা দলগুলোর ড্র অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী, শেষ ষোলোতে উঠে আসা একই গ্রুপের দুই দল মুখোমুখি হতে পারবে না। কোনো লিগের দুই দলও শেষ ষোলোয় একে অপরের মুখোমুখি হতে পারবে না।
গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে নাপোলি ও রানার্সআপ হয়ে লিভারপুল উঠেছে শেষ ষোলোয়। গ্রুপ ‘বি’ থেকে এফসি পোর্তো ও ব্রুগা, গ্রুপ ‘সি’ থেকে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। একই ভাবে গ্রুপ ‘ডি’ থেকে টটেনহাম ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, গ্রুপ ‘ই’ থেকে চেলসি ও এসি মিলান, গ্রুপ ‘এফ’ থেকে রিয়াল মাদ্রিদ ও লাইপজিগ, গ্রুপ ‘জি’ থেকে ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড এবং গ্রুপ ‘এইচ’ থেকে উঠেছে বেনফিকা ও পিএসজি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লিগের ম্যাচগুলো আগামী ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে ৭, ১৮, ১৪ ও ১৫ মার্চ।