আর্কাইভ থেকে এশিয়া

ইমরান খানকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পিটিআইয়ের অভ্যর্থনা শিবিরের কাছে চেয়ারম্যান ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর পর বিশৃঙ্খল দৃশ্যের সৃষ্টি হয়। এতে ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

পুলিশ জানিয়েছে, ইমরান খানের কন্টেইনারে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছেন।

আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছে পিটিআই। এরই মধ্যে এই ঘটনা ঘটে।

এর আগে দেশটির গোয়েন্দা বাহিনী জানিয়েছে ইমরান জীবনের আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন