আর্কাইভ থেকে বাংলাদেশ

দুই দফা বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা (ভিডিও)

দিনের দুই দফা বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি পানিতে তলিয়ে যায় মধুবাগ, মালিবাগ, মগবাজার, বাড্ডা ও পল্টনসহ বিভিন্ন এলাকার রাস্তা ও অলিগলি।

আজ শনিবার (৫ জুন) প্রথমে সকাল আটটার দিকে শুরু হয় ভারী বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত ও ধমকা হাওয়া। এতেই ঢাকায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পরে কিছুটা বিরতি দিয়ে আবার দুপুরে শুরু হয় প্রবল বর্সণ। দুই দফা বৃষ্টিতে আরও জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীতে। সেই সঙ্গে যোগ হয় যানজট। বেড়ে যায় মানুষের দুর্ভোগ।

রাজধানীর বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এসব এলকায় পানি উঠে। বাসা বাড়িতে পানি ঢুকে পরায় চরম ভোগান্তিতে পরেছেন এসব এলাকার মানুষ। বর্ষা বা বৃষ্টির সময় এসব এলাকার মানুষের ভোগান্তির যেন শেষ থাকে না। তাদের অভিযোগ, বারবার বলার পরা্ও যেন এ সমস্যা থেকে তারা বেরই হতে পারছেন না। এসব এলাকায় বৃষ্টির সময়ে এমন জলাবদ্ধতায় জীবন ধারণ কষ্ট হয়ে পরে। দিন খেটে খা্ওয়া মানুষগুলো পরেন আরও বিপাকে।

ভিডিও...

এ সম্পর্কিত আরও পড়ুন