আর্কাইভ থেকে বাংলাদেশ

নতুন কাপড় পরিধানের দোয়া

আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত করে রেখেছেন। যাতে বান্দাকে পরকালে নাজাত দান করতে পারেন। তাইতো কুরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত। তেমনি নতুন কাপড় পরিধানের আগে দোয়া পড়ার কথাও আছে। 

নতুন কাপড় পরিধানের দোয়া 

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।

উপকার: আবু উমামা (রা.)-এর বর্ণনা থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রা.) নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৫৬০)  

করোনা পরিস্থিতির কারণে পথের সঙ্গে মিশে গেছে অনেক পরিবার। কেউ শহর ছেড়ে বাড়ি চলে গেছে। শুধুমাত্র কেনো রকম মাথা গোজার জন্য হয়তো এখনো টিকে থাকার চেষ্টা করছে। তাদের কাছে নতুন কাপড় কেনা তো দূরের কথা, দু বেলা খাওয়ার মতো চালটাও নেই। কেনাকাটা কম করে শুধু ঈদ নয় যে কোনো সময় অথবা দিন হোক না কেন আসুন দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিই।

হে আল্লাহ প্রতিটি কাজে আমাদেরকে যেন তার প্রশংসা বাক্যের মাধ্যমে আদায় করার তাওফিক দান করুন। কুরআন-হাদিসের আলোকে জীবনকে সবাই গড়েতে পারি সেই তাওফিক দান করুন। আমিন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন