রানীগঞ্জ সেতু উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিসভা
দীর্ঘ প্রতীক্ষার পর দুয়ার খুলছে সুনামগঞ্জের কুশিয়ারা নদীর ওপর নির্মিত রানীগঞ্জ সেতুর। আগামী ৭ নভেম্বর সোমবার সিলেটের সর্ববৃহৎ রানীগঞ্জ সেতুর উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ নভেম্বর) দুুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক শংকর রায়, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হ্জাী মো. সুন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানি জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম প্রমূখ।