আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিক ঝলকে আবাহনীর টানা তৃতীয় জয়

আবারও বৃষ্টি বাধা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে থামছে না বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর দাপট। ব্রাদার্সের দেয়া ১০২ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখে টপকে যায় আকাশী-নীলরা। আরেক ম্যাচে পারটেক্সকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস।
 
প্রকৃতির চোখরাঙানি ঢাকা প্রিমিয়ার লিগে। দফায় দফায় সূচী পরিবর্তনের সঙ্গে ভেন্যু নিয়ে আয়োজকদের দুশ্চিন্তা তো আছেই। শহরজুড়ে বৃষ্টি বিড়ম্বনা, যার রেশ শেরেবাংলায় গড়ানো তৃতীয় রাউন্ডের শেষদিনে।

হোম অব ক্রিকেটে আবাহনী-ব্রাদার্স ম্যাচ গড়ায় প্রায় আড়াই ঘন্টা পর। বিশ ওভারের লড়াই নেমে আসে ১১ ওভারে। যা মনে করিয়ে দেয় টি-টেন ক্রিকেটের কথা।

আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ফেরেন সমান ২০ রানে। শেষদিকে আলাউদ্দিন বাবুর ২৪ আর জাহিদউজ্জামানের ২৫ রানের সুবাদে ৫ উইকেটে ১০১ রানের পুঁজি পায় ব্রাদার্স। যা সাত বল হাতে রেখে টপকে যায় আবাহনী। 

ব্যক্তিগত ২৫-এ ফেরা মুনিম শাহরিয়ারের উইকেট হারানোর ধাক্কা সামলে নিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিক ও নাঈম শেখ। ২১ বলে অধিনায়ক মুশফিকের উইলোতে ৩৭ রান। ওপেনার নাঈমের সংগ্রহ ৩৬। এনিয়ে টানা তিন জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর।

এর আগে শনিবার সকালে ১০ উইকেটে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। বৃষ্টির কারণে সে ম্যাচও কমে আসে পাঁচ ওভার। পারটেক্সের স্লো ব্যাটিংয়ে সংগ্রহ ৪ উইকেটে ৭৭ রান।

যা ২১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ডিওএইচএস। ৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার রাকিন আহমেদ। এছাড়া আরেক ওপেনার আনিসুল ইসলাম অপরাজিত ছিলেন ৩৩ রানে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন