আর্কাইভ থেকে অপরাধ

৬ মামলায় ১৮ দিন রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজত ইসলাম নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (০৫ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে  কারাগারে পাঠানো হয়।

মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে জেলা পুলিশের তিনটি, সিআইড’র দুটি, বাকি একটি পিবিআই এর করা। গত বুধবার সর্বশেষ পিবিআইয়ের মামলায় মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

১২ মে নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় মামুনুল হকের তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ এপ্রিল দ্বিতীয় স্ত্রী দাবি করা এক নারীসহ সোনারগাঁয়ে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন