আর্কাইভ থেকে ক্রিকেট

প্রিমিয়ার লিগে নতুন তারকার খোঁজে নির্বাচকরা

ঢাকা প্রিমিয়ার লিগে নতুন তারকার খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচকরা। তবে এক-দুই ম্যাচে চমক দেখানো ক্রিকেটার নয়, বরং ধারাবাহিক পারফরমার খুঁজছেন আব্দুর রাজ্জাক। এদিকে গুঞ্জন জিম্বাবুয়ে সফরে বিশ্রাম নিতে পারেন তামিম ইকবালসহ একাধিক ক্রিকেটার। আর তা বিবেচনা করতে প্রস্তুত নির্বাচকরাও।
 
যত সময় যাচ্ছে গুঞ্জন ততই বাড়ছে। শুরুটা তামিম ইকবালকে দিয়ে। নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে এসেছিলেন। জিম্বাবুয়ে সফরেও খেলবেন কি না তা নিশ্চিত নয়। শুধু তামিম নয়, একাধিক ক্রিকেটার বিশ্রাম নিতে পারেন জিম্বাবুয়ে সফরের সময়। বায়ো বাবল আর টানা ক্রিকেটের ধকল বোঝে বিসিবিও।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এখন নির্বাচকের দায়িত্বে। নতুন তারকার খোঁজে চোখ রাখছেন প্রিমিয়ার লিগে। তবে ২-৪ ম্যাচ নয়, জাতীয় দলের জন্য ধারাবাহিক পার্ফমার চান আব্দুর রাজ্জাক। ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা থাকলেও, এবার আফ্রিকার দেশটিতে ভিন্ন পরিচয়ে যাবেন তিনি।

চলতি সপ্তাহে জিম্বাবুয়ের সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন