সাকিবের আউটে ক্ষোভ মাশরাফির
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত কপাল পুড়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের ঘটনাটি আম্পায়ারের চোখ এড়িয়ে যায়, ৫ রানের পেনাল্টি পায়নি টাইগাররা। এবার পাকিস্তান ম্যাচেও আম্পায়ারের বিতকির্ত সিদ্ধান্তে আউট হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এবার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিবের বিপক্ষে সিদ্ধান্ত যাওয়ায় রীতিমতো রেগে আগুন তিনি।
নিজের ব্যক্তিগত ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত। নরকে যাও।’
সাকিবের আউটের সিদ্ধান্ত ভুল বলে যুক্তি দেখিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও।
টুইটারে লিখেছেন, 'সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় ফোকাস করুন। একটি বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। আম্পায়ারিংয়ের বাজে সিদ্ধান্তের প্রাপ্তিতে বাংলাদেশ।'
উল্লেখ্য, বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের ফুল লেন্থের বলটিতে ব্যর্থ হন সাকিব। আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলেন।
বিস্মিত হয়ে সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। অর্থাৎ বল আগে ব্যাটে লেগেছিল।
তবে টিভি আম্পায়ারের কথা ছিল, সেই স্পাইকটা ব্যাটের মাটি ছোঁয়ার স্পাইক। যদিও ইমপ্যাক্ট ছিল তিন মিটারের বাইরে। সব মিলিয়ে সাকিবকে খানিকটা হতাশই দেখাচ্ছিল। ফেরার আগে আম্পায়ারের সঙ্গে আবারও কথা বলেন তিনি। তবে কাজ হয়নি শেষমেশ। সাকিবকে ফিরতে হয় শূন্য রানেই।
টিভি আম্পায়ার লংটন রুসেরির সেই সিদ্ধান্ত নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এমন স্ট্যাটাস দিয়ে সেই গরমের উত্তাপ আরও বাড়িয়ে তুললেন মাশরাফি।