সলঙ্গায় সড়ক দূঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সাথে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। এ সময় একটি গরুও মারা যায়।
ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের সেরু খার ছেলে ঠান্ডু খাঁ (৪০) ও একই গ্রামের আতাহার আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫)। আহতদের নাম জানা যায়নি।
আজ রোববার (৬ নভেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দবিরগঞ্জ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটির সাথে নীচের লেনে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী মারা যান। আহত হন উভয় পরিবহণের আরও ৫ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
নিহতদের মরদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে।