আর্কাইভ থেকে জাতীয়

দেশে রিজার্ভ ৩৫.৭২ বিলিয়ন : প্রধানমন্ত্রী

বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে বাস মালিকরা যদি বাস বন্ধ রাখে তাতে আমাদের কী করার আছে। বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে, রাস্তায় সিএনজি থামিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। সেই আতঙ্কে বাস মালিকরা বাস বন্ধ রাখে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে, রাস্তায় সিএনজি থামিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। সেই আতঙ্কে বাস মালিকরা বাস বন্ধ রাখে।

সংসদ নেতা বলেন, বিশ্বব্যাপী সংকট চলছে, মূল্যস্ফীতি ও ডলারের দাম বাড়ছে, ফলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো বিপর্যয় ও সংকটের মধ্যে পড়েছে। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমদানি জিনিসের ওপর নির্ভরশীলতা কমিয়ে রফতানি বাড়াতে হবে।

এসময় প্রধানমন্ত্রী জানান, দেশে রিজার্ভের পরিমান ৩৫.৭২ বিলিয়ন ডলার। তা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

 

এ সম্পর্কিত আরও পড়ুন