আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে ভ্রাম্যমাণ করোনা টেস্ট শুরু

রাজশাহীতে ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট শুরু করেছে রাজশাহী জেলা প্রশাসন।

রোববার সকাল ১০টা থেকে রাজশাহী নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ এ করোনা টেস্ট কার্যক্রম চলানো হয়।

সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে করোনা কি পরিমান সংক্রমণ ছড়িয়েছে সেটাই দেখার জন্যই এই কার্যক্রম শুরু হয়েছে।

নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আমরা ফ্রি ক্যাম্পেইন শুরু করেছি। এর মাধ্যমে জানা যাবে নতুন করে রাজশাহীতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট কতটুকু আছে। রাজশাহী নগরীর পাঁচটি পয়েন্টে টেস্ট করা হচ্ছে। সকলকে করোনা টেস্ট করার জন্য আহবান জানাচ্ছি।

এদিক জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের করোনা টেস্ট করে তার রির্পোট জানান পরই রাজশাহীতে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন