আর্কাইভ থেকে করোনা ভাইরাস

২০২২ এর মধ্যে বিশ্বে টিকাকরণ সম্পন্নের প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আগামী বছর শেষ হওয়ার আগেই বিশ্বে কোভিড-১৯ এর টিকাকরণ সম্পন্ন করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আসন্ন জি-৭ সম্মেলনে বৈশ্বিক টিকাদান সংক্রান্ত একটি লক্ষ্যমাত্রা প্রস্তাব করবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমানে লন্ডনে জি-৭ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক চলছে। আগামী ১১ থেকে ১৩ জুন ব্রিটেনের কর্নওয়ালে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে অংশ নেবে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপানের শীর্ষ নেতারা।

বরিস জনসন বলেছেন, আগামী বছর শেষের আগেই বৈশ্বিক টিকাকরণ সম্পন্ন করার মাধ্যমে যুদ্ধ পরবর্তী কঠিন পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সোচ্চার হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাব। এমন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক হয়ে থাকবে।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত উন্নয়নশীল দেশগুলোতে টিকাদানের কর্মসূচি কোভ্যাক্সে কী পরিমাণ টিকা অনুদান হিসেবে দেবে তা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। এখনও তাদের অনুদান সংখ্যা জানায়নি ব্রিটেন ও কানাডা।

আসন্ন জি-৭ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ববাসীর জন্য তাদের টিকা অনুদানের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন বিবিসির বিশ্ব স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নাওমি গ্রিমলি।

জি-৭ অন্তর্ভুক্ত অন্য দেশগুলো কম করে টিকা দেওয়ার কথা জানালেও, চিলতি মাসের মধ্যেই আট কোটি ডোজ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মহামারি করোনা শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বনেতারা প্রথম মুখোমুখি হবে আসন্ন জি-৭ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ব্রিটেন সফর করছেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন