প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শনিবার (১২ নভেম্বর) সকালে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা।
তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে বিসিক শিল্প নগরীর একটি কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ধামরাই, সাভার ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।