চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
আজ শনিবার (১২ অক্টোবর) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে তারা জানান।
এসময় তারা না শ্লোগান দেন। চাকরিতে বয়সসীমা ৩৫ চা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন চাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই- ইত্যাদি প্ল্যাকার্ড হাতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলেন, চাকরিতে আবেদনের সময় ন্যূনতম ৩৫ বছর করা এখন অত্যন্ত যৌক্তিক দাবি, সময়ের দাবি। আগের সেশনজট, অবসরের বয়সসীমা বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি এবং করোনা মহামারির কারণে নষ্ট হওয়া বছরগুলোর ক্ষতিপূরণ হিসেবে ন্যূনতম ৩৫ করা দরকার।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর জন্য গেলো ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও সবশেষ ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে। সুপারিশটি ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে বাস্তবায়ন না হওয়ায় আবার এই অবস্থান কর্মসূচির শুরু করেছেন বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।