মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খান আটক!
দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে আজ শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দপ্তর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেয়ার পর ছাড়া হয় তাকে।
জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করণীয় ছিল, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সংযুক্ত আরব আমির শাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে ১৮ লাথ টাকার ঘড়ির খাপ ছিল। এ জন্য তাকে আটক করেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। এর পর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে বলে সূত্রের খবর।
মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল এনসিবি। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এ নিয়ে তুমুল বিতর্ক বেধেছিল।