মিশরে বাস খাদে, নিহত ১৯
মিশরের উত্তরাঞ্চলে মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১৯ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১২ নভেম্বর) ডাকাহলিয়া রাজ্যের আগা শহরে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত শনিবার, যাত্রীবাহি বাসটি ৩৫ জন আরোহী নিয়ে উত্তরের ডাকাহলিয়া রাজ্যের আগা শহরের মানসুরিয়া খালে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।