গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে চাকরিজীবী
রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক ব্যক্তি। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
খপ্পরে পরা ওই ব্যাক্তির নাম- প্রশান্ত রায়। তার বয়স ৩৫।
আজ শনিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রশান্ত রায়ের স্ত্রী সুদীপ্তা রায় গণমাধ্যমকে বলেন, আমার স্বামী উত্তরা থেকে বাসে গুলিস্তান আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা মোবাইল এবং টাকা নিয়ে যায় তার কাছ থেকে। তবে কত টাকা নিয়েছে এখন কিছু বলতে পারব না। আমার স্বামী সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি মেডিসিন বিভাগে ভর্তি আছেন।