আর্কাইভ থেকে ক্রিকেট

ডিপিএলে আবাহনী ও মোহামেডানের জয়

সমানে সমানে ছুটছে আবাহনী-মোহামেডান। তৃতীয় রাউন্ডে মুশফিকের আবাহনীর পর জয় পেয়েছে সাকিবের মোহামেডানও। তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৭ রানে জিতেছে সাদা কালোরা। ব্রাদার্সকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।
 
মোহামেডান-প্রাইম ব্যাংককে ছাপিয়ে লড়াইটা তামিম-সাকিবের। যেখানে ব্যাট হাতে যথারীতি ব্যর্থ সাকিব। সাদা-কালোদের ৮ উইকেটে ১৫০ রানের মধ্যে অধিনায়কের মাত্র ২০। জাতীয় দলের পর ঘরোয়া ক্রিকেটেও রান ক্ষরা অব্যাহত দেশের ক্রিকেট আইকনের।

বড় স্কোরের স্বপ্ন দেখিয়ে ফিফটি করে আউট হন পারভেজ ইমন। মোহামেডানের রাশ টেনেছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হেরেও পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি।

জবাবে ব্যাটিং ব্যর্থতা প্রাইম ব্যাংকেরও। শুরুটা এনামুল হক বিজয়কে দিয়ে। তামিমও এদিন সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। ২০ বলে ২০ রানে শুভাগত হোমের শিকার হয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ সাকিব বল হাতে মিতব্যয়ী। মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ৩টি করে উইকেট তাসকিন ও আবু জায়েদের। ১২৩ রানে থামে প্রাইম ব্যাংক।

মোহামেডানের মত আবাহনীও তিনে তিন। ব্রাদার্সের বিপক্ষে বৃষ্টি বিড়ম্বনার ম্যাচ শুরু হয় আড়াই ঘন্টা পর। বিশ ওভারের লড়াই নেমে আসে ১১'তে। টস হেরে ব্যাটিংয়ে নেমে গোপীবাগের দলটি তোলে ৫ উইকেটে ১০১ রান। আবাহনী জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ২ ওভারে নয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তানজীম হাসান সাকিব। যুব বিশ্বকাপজয়ী পেসার পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি।

ছোট ম্যাচের বড় লক্ষ্য সাত বল হাতে রেখে টপকে যায় আবাহনী। এদিনও আবাহনীর জয়ের নায়ক মুশফিকুর রহিম। ২১ বলে অধিনায়ক মুশফিকের উইলোতে ৩৭ রান। ওপেনার নাঈমের সংগ্রহ ৩৬।

দিনের প্রথম ম্যাচে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ১০ উইকেটে হারিয়েছে পারটেক্সকে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন