সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই
মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তোর ফের জয়ী হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করলো ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। আগামী দুই বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছেন তারা।
রোববার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ডেমোক্রেটিক পার্টি নেভাদা ও অ্যারিজোনায় জিতে সিনেটে ৫০ আসন নিশ্চিত করেছে। অপরদিকে রিপাবলিকানরা দখল করেছে ৪৯টি আসন।
প্রতিবেদন বলছে, ‘নেভাদায় ডেমোক্র্যাটিক সিনেটের ক্যাথরিন কর্টেজ মাস্টো পরাজিত করেছেন রিপাবলিকান দলের অ্যাডাম ল্যাক্সাল্টকে। অতীতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা কর্টেজ মাস্টো বর্তমানে এ রাজ্যের অ্যাটর্নি জেনারেল।
অ্যারিজোনা রাজ্যে ডেমোক্র্যাটিক সিনেটের মার্ক কেলি পরাজিত করেছেন রিপাবলিকান দলের ব্লেক মাস্টার্সকে। সাবেক মহাকাশচারী মার্ক কেলি হচ্ছেন রিপাবলিকান দলের গ্যাব্রিয়েল গিফোর্ডের স্বামী।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া রাজ্যে ডেমোক্র্যাটিক সিনেটের রাফেল ওয়ার্নক এবং রিপাবলিকান দলের হার্শেল ওয়াকারের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হতে পারেনি। কারণ কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করতে পারেনি। ডিসেম্বরে এ রাজ্যে আবার নির্বাচন হবে।
যদি রিপাবলিকানরা জর্জিয়ার এ নির্বাচনে জয়ও পান তবুও কোনো লাভ হবে না। কারণ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য তার ভোট প্রয়োগ করবেন। এর মাধ্যমে মার্কিন সিনেটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে ডেমোক্র্যাটরা।
২০২২ সালের এ মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত শুধুমাত্র একটি সিনেট আসনের হাত বদল হয়েছে। এটা হয়েছে পেনসিলভানিয়া রাজ্যে। এখানে ডেমোক্র্যাটিক দলের জন ফেটারম্যান পরাজিত করেছেন রিপাবলিকান দলের মেহমেত ওজকে। মেহমেত ওজ একজন বিখ্যাত ডাক্তার। তাকে সমর্থন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।