আর্কাইভ থেকে দেশজুড়ে

রাবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কনফারেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কনফারেন্স। এবার কনফারেন্সে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল , পাকিস্তান, তুরস্ক, ও তাজাকিস্তানের শিক্ষক- গবেষকসহ বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ রোববার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্সের আয়োজন করা হয়।

ড.ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সান্জয় প্রতাব সিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য সুলতান-উল-ইসলালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক শিক্ষার্থীরা ।

আন্তর্জাতিক কনফারেন্সে বাংলা ইংরেজিসহ পাঁচটি ভাষায় ২২৩টি প্রবন্ধ উপস্থাপনসহ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মা সহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন