পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশুর নাম- আজমাইল তার বয়স চার । শিশুটি ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
আজ রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের বোচাগছ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শিশুটির পরিবারের লোকজন বাড়ি থেকে দূরে পুকুরে মাছ ধরতে যায়। পাশে অপর পুকুরের পাশে শিশুটি খেলা করছিলো। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে উপরে উঠলে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।