সমালোচনার পরও কতোটা সফল কাতার বিশ্বকাপ
আগামী ২০ নভেম্বের শুর হচ্ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে ফুটবল–বিশ্বেআলোচনাশুরুহয়েগেছে,শিরোপা জয়ের ফেবারিট কোন দল ? অথবা কোন দল কত দূর যেতে পারে ?
আলোচনা চলছে, প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজক কাতারই–বা টুর্নামেন্টটাকে কতটা সফলভাবে শেষ করতে পারবে।
বিশ্বকাপ আয়োজনে কাতারে কেমন প্রস্তুতি, তা জানাতে টুইটার লাইভে এসেছিলেন কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের। বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি।
আর্থিকসহ সব দিক মিলিয়ে এবারের বিশ্বকাপ সফল হবে বলেই আশাবাদ জানিয়েছেন, আল খাতের।
টুইটার লাইভে এবারের বিশ্বকাপের আর্থিক দিক নিয়ে তিনি বলেছেন, ‘ফিফার হিসাব অনুযায়ী, এবারের বিশ্বকাপ থেকে ৬০০ কোটি ডলারআয় হতে পারে।’ বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৬০ হাজার কোটি টাকা।
বিশ্বকাপ আসে চার বছর পরপর। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের টিকিটের জন্য তো চাহিদা আছেই। তবে আল খাতেরের দাবি, ভৌগোলিক কারণে কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদা একটু বেশি।
কারণ হিসেবে তিনি বলেছেন, ‘কাতার এশিয়ান দেশ ভারত-চীনের থেকে যেমন কাছে, তেমনি ইউরোপিয়ান দেশগুলো থেকেও কাছে।’
টিকিট বেশি বিক্রি হবে, বিশ্বকাপের সময় কাতারে মানুষের ঢল নামবে। অতিরিক্ত এসব মানুষের ঢল ঠিকভাবে সামাল দিতে আত্মবিশ্বাসী আল খাতের।
তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপে আসতে যাওয়া সব শ্রেণির দর্শকের জন্যই তারাসুলভ মূল্যে থাকার ব্যবস্থা করেছেন। দোহা মেট্রোস্টেশন থেকে বিশ্বকাপের সব মাঠে দর্শকদের পরিবহনের জন্য বাস সার্ভিস রাখার পরিকল্পনা করেছেন তাদের।