গণমাধ্যমের কাছে বেশি চাই না প্রাপ্য কাভারেজ চাই: কাদের
গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজটুকু প্রত্যাশা করি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি প্রত্যাশা করেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা বেশি চাই না। ডিও (প্রাপ্য) কাভারেজ চাই। যা আছে আমাদের সেটুকুই দেন। আমরা আমাদের ডিওটা চাই। আমরা এটাও বলি না যে, বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরকেও দেন।
সেতুমন্ত্রী বলেন, আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এখানে এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।