সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস বন্ধ ২ দিন
সুনামগঞ্জ-সিলেট সড়কে অবৈধ সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজ্জামেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, এমন ঘটনা সারা দেশেই হচ্ছে। আমাদের এখানেও হবে জেনেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা সমাবেশ সফল করতে যেকোনোভাবে সিলেট যাব। তারা যদি মনে করে প্রশাসন দিয়ে, বাস আটকে আমাদের দমিয়ে রাখতে পারবে তাহলে তারা বোকামি করছে।
এ বিষয়ে সভাপতি মোজ্জামেল হক জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছি।
এ কারণে সেই দাবিতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।