জয়ার ছবিতে ওমর সানীর মন্তব্য, উত্তাপ নেট দুনিয়ায়
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি।
অনেকের ধারণা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী, আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।
সম্প্রতি বোল্ড লুকে একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। যা অন্তর্জালে বহুদিন পরে ঝড় তুললেন এই অভিনেত্রী।
তবে সেই ছবিতে মন্তব্য করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। আর এই মন্তব্যের কারণে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে দেখা যায় একটি মিম ঘুরছে টাইমলাইনে সবার। যেখানে দেখা যায় জয়া আহসানের ছবিতে ওমর সানী মন্তব্য করেছেন ‘ওয়াও’।
ওমর সানী জয়া আহসানের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আর এতেই আপত্তি জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।
জানা যায়, ২০১৯ সালের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, ‘শীত একটি পর্দানশীল ঋতু। নারী পুরুষ সবাইকে পোশাকের অশ্লীলতা থেকে মুক্তি দেয়।’
এই ক্যাপশনসহ ছবিটির সঙ্গে জয়া আহসানের ছবির মন্তব্য যুক্ত করে মিম বানানো হয়েছে। ছবিটি নেটিজেনরা ইতোমধ্যেই ভাইরাল করে দিয়েছেন।