আর্কাইভ থেকে বলিউড

অবশেষে ঢাকায় এলেন নোরা ফাতেহি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসেছেন।

জানা গেছে, আজ (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পৌঁছান নোরা।

উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামের যান। বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।

রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির পারফরন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন