আর্কাইভ থেকে জাতীয়

৩-৪ লাখ সিসি ক্যামেরা বসানো সম্ভব নয়: ইসি

গাইবান্ধার নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১১’শ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ ক্যামেরা প্রয়োজন হবে। তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে তা অসম্ভব। তবে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। বললেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হলনাগাদ কার্যক্রম পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। ভোট সুষ্ঠু করতে আমরা প্রতিটি দলের সঙ্গে বৈঠক করছি এবং তাদের মতামত নিচ্ছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা প্রশাসক একেএম গাভিল খাঁন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ আরও অনেকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন