শিশু আয়াতের সন্ধান চায় পরিবার
চটগ্রামের দক্ষিণ হালিশহর বন্দর টিলার ৩৯ ন্ং ওয়ার্ডের আয়াত নামে ৫ বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চার দিন পার হলেও তার এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে পেতে আকুতি জানিয়েছে তার পরিবার।
শিশুটির বাবার নাম সোহেল রানা। মায়ের নাম তামান্না। আয়াত পরিবারের একমাত্র সন্তান। আয়াত পাশের এক মাদরাসার নার্সারির শিক্ষার্থী। তার বাবা স্থানীয় পানের দোকানদার।
গেলো মঙ্গলবার (১৫ নভেম্বর) বাসার সামনে থেকে শিশুটি হারিয়ে যায়। এসময় সে মসজিদের মক্তবে পড়তে যাচ্ছিল। আয়াতের দাদা মঞ্জুর হোসেন বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন ।
তিনি জানান, তাদের বাসা চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিসের পাশে। সেদিন আয়াত আরবি পড়তে বিকাল তিনটায় বাসা থেকে বের হয়। একঘণ্টা পর মসজিদে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, সে পড়তে যায়নি। এসময় আশপাশে খবর নিতে গেলে তার হাতে থাকা কায়দা পাশের বিল্ডিং এর সিঁড়িতে পাওয়া যায়।
এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াতের সন্ধান চেয়ে বুশরা নামের এক নারী পোস্ট করেছেন।
তিনি লিখেন, ‘৫০ ঘণ্টা পার হয়ে গেল আয়াতকে খুঁজে পাচ্ছি না। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা শুধু আয়াতকে ফিরে পেতে চাই। কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে কোনো প্রশ্ন ছাড়াই উপযুক্ত পুরস্কার দেবো, শুধু আয়াতকে ফিরে চাই আমরা। ইয়া আল্লাহ, আয়াতকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এতগুলা মানুষের চোখের পানির বিনিময়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন মাবুদ। এ মাসুম বাচ্চাটার এখনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চাইলে নিউজটা ছড়িয়ে দিয়ে খুঁজে পেতে সহযোগিতা করতে পারি। বাচ্চাটা যেন সুস্থভাবে নিজের পরিবারে ফিরে আসতে পারে।’
এ ঘটনায় আয়তের বাবা সোহেল রানা চট্টগ্রাম ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেছেন।