আর্কাইভ থেকে ফুটবল

প্রথম ম্যাচে কার্ডের ছড়াছড়ি

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ছিলো কার্ডের ছড়াছড়ি। এবার প্রথম হলুদ কার্ডের মুখ দেখলেন স্বাগতিক দেশ কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর এতেই প্রথম গোলের দেখা পায় ইকুয়েডর।

এরপর প্রথমার্ধে ২২ ও ৩৬ মিনিটে কার্ড দেখেন কাতারের আল মোয়াজ আলি এবং কারিম বউদিয়াফ। এর কিছুক্ষণ পরেই ইকুয়েডরের কাইসেদো একটি হলুদ  কার্ড দেখলে প্রথমার্ধ শেষে ৪টি হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন ইকুয়েডরের খেলোয়াড় মেন্ডেজ। এরপর ৭৮ মিনিটে কাতারের আকরাম আফিফ হলুদ কার্ড দেখলে ৬টি কার্ডের রেকর্ড হয় এই ম্যাচে।

এর আগে ১৯৯৪ তে জার্মানি আর বলিভিয়ার ম্যাচে ৬ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখাতে হয়েছিলো রেফারিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন