আশুলিয়ায় কারখানার বিষাক্ত কেমিক্যালে মাছের মৃত্যু
আশুলিয়ায় একটি পুকুরে বিভিন্ন কারখানার বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি প্রবেশ করে অনেক প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানির কলাবাগান এলাকায় আব্দুল মালেকের পুকুরে এ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটে। ওই মৎস্য চাষী আব্দুল মালেক জানান,প্রায় ১৫ বিঘার একটি পুকুর লিজ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পরে গতকাল রোববার (২০ নভেম্বর) বিভিন্ন ডাইং কারখানার বিষাক্ত কেমিক্যালের পানি ওই পুকুরে গিয়ে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক মন বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। পরে সকালে খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে মাছ মরার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। প্রায় কয়েক লক্ষ টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন তিনি।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।