জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড
২০১৮-১৯ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের কাছ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক হুমায়ুন কবির বাবলু এ ট্রফি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়।
এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সংকটের সমাধান সম্ভব না।