অপুকে ছাড়লেন না বুবলিও
চিত্র নায়িকা অপু বিশ্বাস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মঙ্গলবার (২২ মঙ্গলবার) বিকালে একটি নিউজের লিংক শেয়ার করেছেন। 'শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল' এমন শিরোনামের ওই লিংকের ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন: ‘কি যে মজা মজা।’
তবে বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি অপু বিশ্বাস। খবরটি শেয়ার করে তিনি বুবলীকে যে টিপ্পনি কেটেছেন তা অনুমান করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এমন পোস্টে অপু বিশ্বাস বুবলীকে শাকিব খানের নাকফুল দেয়ার ব্যাপারটা হাস্যকর বোঝাচ্ছেন।
এর মাধ্যমেই ইতিহাসই যেনো পুনরাবৃত্তি হচ্ছে। শাকিব খানকে কেন্দ্র করে সে সময় তুমুল দ্বন্দ্বে জড়িয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তখন অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। আর এখন বুবলী শাকিব খানের স্ত্রী।
ওই পোস্টের পর বুবলীও ইশারা ইঙ্গিতে খোঁচা দিয়েছেন অপু বিশ্বাসকে।
বুধবার বুবলী তার ফেসবুকে কৌশলী হয়ে লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠলো “ আরে ওই বেটি যে আপনাদের ছবি সহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি, হাহাহা !