‘আদালত থেকে জঙ্গি ছিনতাই সরকারের নতুন নাটক’
আমরা নতুন নাটক দেখলাম আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাই হয়ে যাওয়া। এগুলো সব নাটক তৈরি করা হচ্ছে এবং নাটকের উদ্দেশ্য আছে। মানুষ যে মূল দাবিগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে, যে আন্দোলন শুরু হয়েছে সেটাকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়া। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জাতির জন্য বিশাল বোঝা হয়ে গেছে। এই বোঝাকে যদি কাঁধ থেকে সরাতে না পারি তাহলে এদের সঙ্গে আমরা সবাই ডুবে যাব, ইতোমধ্যে ডুবতে বসেছি।
বিএনপির এ নেতা আরও বলেন, অবশ্যই মধ্যবর্তী বা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় চলে এসেছে, যেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।