আর্কাইভ থেকে দেশজুড়ে

উত্তরবঙ্গ জাদুঘরের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক-এমপি।

বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন তিনি।

২০ শতক জমির উপর নির্মিত ৭ হাজার ৩৩২ বর্গফুটের এই ভবনে থাকবে লাইব্রেরি কাম ক্যাফেটেরিয়া, জাদুঘর অফিস, ওপেন থিয়েটার, প্রতিবন্ধিদের দর্শনের জন্য র্যাম্প, গোলাকার দৃষ্টিনন্দন আর্চ।

আইনজীবী এস এম আব্রাহাম লিংকন কুড়িগ্রামের নাজিরা ব্যাপারীপাড়ায় নিজ বাড়িতে জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন। ভবনটির প্রতিটি ঘর সাজানো হয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের স্মারকের দুই হাজারের বেশি উপকরণ দিয়ে।

২০১২ সালের ১২ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল জাদুঘরটির। দীর্ঘ ৯ বছর পর এটি তার নিজস্ব ঠিকানায় যাচ্ছে। জমিটি দান করেছেন প্রতিষ্ঠাতা নিজেই।

আর এর নকশা করেছেন প্রকৌশলী বায়েজীদ মাহবুব খন্দকার। দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন