আর্কাইভ থেকে দেশজুড়ে

গর্ত খুড়তে বেরিয়ে এলো হাড়গোড়

দিনাজপুরের বিরামপুরে মাটির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাংস পচাঁ হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করে পুতে রাখা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় বন বিভাগের জায়গা থেকে এ হাড়গোড়গুলো উদ্ধার করা হয়।

খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বনের জমিতে বেশ কয়েক জন শ্রমিক গাছের চারা লাগানোর জন্য গর্ত করছিল। সে সময় সেখানে একটি মানুষের পঁচা হাড় দেখতে পায় তারা। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহের হাড়গোড় উদ্ধারের কাজ শুরু করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের গাড়গোড় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন তাকে হত্যা করে এখানে মাটি চাপা দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, মরদেহটি শনাক্ত করার জন্য রংপুর সিআইডি কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে লাশটি শনাক্তের জন্য কাজ করবেন। তারপর আইনি অন্য পদক্ষেপ নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন