আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে একদিনে সর্বোচ্চ ছয় হাজার ১৩৮ জনের মৃত্যু

ভারতে করোনায় মৃত্যুহার বেড়ে একদিনে সর্বোচ্চ ছয় হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর বিশ্বরেকর্ড। বিহারে করোনায় মোট মৃতের সংখ্যা সমন্বয়ের পর একদিনে প্রাণহানির এ তথ্য দিয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে দুই হাজার ১৮৭ জন। এর সঙ্গে বিহারের সংশোধিত তথ্য যোগ করা হয়েছে। এখন পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তৃতীয় দিনের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে লাখের নিচে। এ সংখ্যা প্রায় ৯৪ হাজার।

বুধবারই সংশোধিত মৃত্যু তালিকা প্রকাশ করে বিহার স্বাস্থ্য অধিদপ্তর। এতে দেখা যায়, মহামারিতে রাজ্যটিতে মোট মারা গেছে নয় হাজার ৪২৯ জন। আগে এ সংখ্যা ছিলো সাড়ে পাঁচ হাজার। নতুনভাবে তালিকায় লিপিবদ্ধ হয় তিন হাজার ৯৫১ জনের মৃত্যুর হিসেব। অবশ্য কেনো সংযুক্তিতে এতো বড় ত্রুটি ছিলো তা স্পষ্ট করেনি বিহার কর্তৃপক্ষ।

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে সম্প্রতি মৃত্যুহার ও সংক্রমণ দুটোই কমে গেছে। প্রতিদিনের মৃত্যু নেমে এসেছে আড়াই হাজারের নিচে।

ভারতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ে লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেওয়ার আওতা বাড়ানোয় কমতে থাকে মহামারির প্রকোপ। জানুয়ারিতে শুরু হওয়ার পর মোট ২৩ কোটি ৯০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু তিন লাখ ৬০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে দেশটি। মোট শনাক্ত প্রায় দুই কোটি ৯২ লাখ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন